স্থাপত্যের শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রম আয়োজন । সারা সপ্তাহের খবর

আমাদের আলোচ্য বিষয়ঃ স্থাপত্যের শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রম আয়োজন

স্থাপত্য গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত।

 

স্থাপত্যের শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রম আয়োজন

 

স্থাপত্যের শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রম আয়োজন

স্থাপত্যের শিক্ষার্থীদের শেষ বর্ষের স্টুডিও প্রকল্প নিয়েই একটি প্রদর্শনী আয়োজন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থাপত্য বিভাগ। গত ২৩ ফেব্রুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর। অতিথি ছিলেন অধ্যাপক শামসুল ওয়ারেস, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক মুহাম্মদ আলী প্রমুখ।

বুয়েটের স্থাপত্য বিভাগর শিক্ষক ও শিক্ষার্থীদের বই ‘স্টুডিও এক্স’

টেকসই নগর-পরিকল্পনায় স্থাপত্যের গুরুত্ব নিয়ে প্রকাশিত হয়েছে বই স্টুডিও এক্স। এটি মূলত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্যবিদ্যা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের একটি প্রকল্পের গবেষণাপত্র। বইটিতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় নগরের স্থাপত্য-পরিকল্পনায় টেকসই ছক দেখানোর চেষ্টা করা হয়েছে। ছয়টি অধ্যায়ে সাজানো এই গবেষণাপত্র।

 

স্থাপত্যের শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রম আয়োজন

 

নতুন প্রজন্মের স্থপতিদের চোখে পুরান ঢাকার ঐতিহ্য আর জনজীবনের গল্প

পুরান ঢাকা। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা চার শ বছরের অধিক কালের এই প্রাচীন জনপদকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখবেন নতুন প্রজন্মের স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী ও শিক্ষকেরা। তাঁরা তুলে ধরবেন সেখানকার ঐতিহ্য, মানুষের জীবন ও জীবিকার নানা গল্প, নদীর প্রবহমানতা আর দূষণ। উঠে আসবে মোগল ও ঔপনিবেশিক আমলের স্থাপত্যরীতির নমুনাও। এসব নিয়েই শনিবার রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে এক ব্যতিক্রমী প্রদর্শনী ‘লার্নিং ফ্রম পুরান ঢাকা’র সূচনা হলো।

মোগল আমলের সেতুটি ভাঙা বন্ধ রাখতে বললেন সংসদ সদস্য, পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মোগল আমলের ‘দেওয়ানের পুল’ ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে আজ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চার সদস্যের একটি প্রতিনিধিদল সেতু এলাকা সরেজমিনে পরিদর্শন করেছে। তাদের মতামতের পরিপ্রেক্ষিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

 

স্থাপত্যের শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রম আয়োজন

 

সুন্দরবনে ৩৫০ বছরের পুরোনো মন্দির

গহিন বন, চারদিকে ঘন গাছের সারি। এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইট-পাথরের প্রাচীন এক মন্দির। সেটি ৩০০ থেকে ৩৫০ বছরের পুরোনো বলে মনে করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা। মন্দিরটি তৈরিতে ব্যবহার করা হয়েছে হাতে তৈরি ইট ও চুন এবং স্থানীয় নদীর বালু।

প্রাচীন ওই মন্দিরের অবস্থান সুন্দরবনের পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কালাবগী ফরেস্ট স্টেশনের আওতাধীন ১৬ নম্বর কম্পার্টমেন্টের শেখের টেক এলাকায়। শিবসা নদীর দক্ষিণ-পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া কালীর খাল থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে সুন্দরবনের ভেতরে অবস্থিত মন্দিরটি। নদীপথে খুলনা সদর থেকে ওই স্থানের দূরত্ব প্রায় ৮৫ কিলোমিটার।

 

google news logo

 

ইজি বিল্ডের দৃষ্টিনন্দন সবুজ স্থাপনা

ঢাকার আফতাবনগরে ঢুকতেই ই-ব্লকের ৩ নম্বর রোডে চোখে পড়বে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পালের স্বপ্নের প্রকল্প, দৃষ্টিনন্দন ‘পাল বাড়ি’। হাতিরঝিল লেকের সঙ্গে সংযুক্ত শান্ত জলধারার পাশে, খোলামেলা পরিবেশে অবস্থিত অনিন্দ্যসুন্দর এই স্থাপনাটি শুধু একটি বাড়িই নয়, একটি স্বপ্নের বাস্তবায়নও বটে।

আরও দেখুনঃ

Leave a Comment